ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
রাজশাহীতে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সদস্য আটক

রাজশাহী: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

শুক্রবার (১ জানুয়ারি) রাতে রাজশাহীর র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মো. আবু রায়হান। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানা মাঝুখান এলাকার রুহুল আমিনের ছেলে।  

রাজশাহীর র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য আবু রায়হানকে আটক করে‌।

তিনি রাজশাহীর চারঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। অভিযানের তার কাছ থেকে কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।