ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট থেকে জেএমবির সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
জয়পুরহাট থেকে জেএমবির সদস্য আটক

ঢাকা: জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও জয়পুরহাট জেলার দাওয়াহ শাখার অন্যতম সক্রিয় সদস্য মজিবুর রহমানকে (৪৮) আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার দাদড়া থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মােবাইল ফোন, জঙ্গিবাদ বিষয়ক বিপুল পরিমাণ ডকুমেন্টস ও বই উদ্ধার করা হয়েছে।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মােহাম্মল আসলাম খান বাংলানিউজকে জানান, আটক মজিবুর দিনাজপুর এবং জয়পুরহাট জেলায় দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ ও জেএমবিকে সংগঠিত করার কাজে নিয়ােজিত ছিলেন। তিনি ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে নাশকতার উদ্দেশে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিলেন।

আটক মজিবুর রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় সন্ত্রাসবিরােধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসপি মােহাম্মল আসলাম।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।