ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেয়ালে নির্বাচনী পোস্টার, ৫ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
দেয়ালে নির্বাচনী পোস্টার, ৫ দোকানিকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের পোস্টার দেয়ালে টানিয়ে রাখার অপরাধে পাঁচ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যেসব প্রার্থীর পোস্টার টানানো ছিল, তাদেরও সতর্ক করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন এ জরিমানা আদায় করেন। তবে তিনি অর্থদণ্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করেননি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ মুসলিমসহ কয়েকজন প্রার্থীর নির্বাচনী পোস্টার পাঁচটি দোকানে টানানো ছিল। অভিযানের সময় ওই পাঁচ দোকানির কাছ থেকে ভিন্ন পরিমাণে জরিমানা আদায় করা হয়।

আমেনা খাতুন জানিয়েছেন, নির্বাচনী পোস্টার দোকানে টানিয়ে রাখা আইন পরিপন্থী। তাই জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাদের পোস্টার লাগানো ছিল, মোবাইল ফোনের মাধ্যমে সেইসব প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন হলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।  
অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম ও হবিগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।