ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশ প্রথম থেকেই ভ্যাকসিন পাবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
‘বাংলাদেশ প্রথম থেকেই ভ্যাকসিন পাবে’

ঢাকা: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাংলাদেশের করোনা ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। প্রথম থেকেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে।

 

সোমবার ( ৪ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

>>>‘ভারত জানিয়েছে বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে’

শ্রিংলা বলেন, সিরাম ইন্সটিটিউটের সিইও যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের নজরে এসেছে। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন জানান, ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।