ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকারি দপ্তরের জাল কাগজপত্র তৈরি হয় ফটোকপির দোকানে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
সরকারি দপ্তরের জাল কাগজপত্র তৈরি হয় ফটোকপির দোকানে!

যশোর: যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রাস্তা পেরোলেই মোমিননগর সমবায় মার্কেট। মার্কেটের ভিতর সজীব এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানে অত্যাধুনিক যন্ত্রপাতির বসিয়ে দীর্ঘদিন ধরে চলছে জাল কাগজপত্র তৈরির ব্যবসা।

 

যশোর (বিআরটিএ), গাড়ির ফিটনেস সার্টিফিকেট, সিনিয়র জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা রেকর্ড রুম, দুর্নীতি দমন কমিশন, জেলা রাজস্ব, জেলা পুলিশসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কাগজপত্র সবই জাল করছে চক্রটি। নিখুঁত এসব কারুকাজ তাদের। দেখেই বোঝার উপায় নেই এগুলো নকল। এসব জাল কাগজপত্র তৈরির করা হয় জেলা প্রশাসক যশোরের কার্যালয়ের ঠিক সামনের মার্কেটে।
 
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের ওই মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামসহ, একটি কম্পিউটার, দোকানের মালিকসহ ২ জনকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র।  

পরে ভ্রাম্যমাণ আদালত ভুয়া কাগজপত্র তৈরির দায়ে দোকানের মালিক সাজ্জাদুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার কর্মচারী মনিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে আদায় করে।  

দোকানের মালিক সাজ্জাদুর রহমান যশোর সদর উপজেলা ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে ও মনিরুল একই উপজেলার ফতেপুর গ্রামের মোবারেক মোল্লার ছেলে।  

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।