ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাস্কর্য ভাংচুর চিহ্নিত ষড়যন্ত্রকারীদের অপপ্রয়াস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
ভাস্কর্য ভাংচুর চিহ্নিত ষড়যন্ত্রকারীদের অপপ্রয়াস

ঢাকা: সংস্কৃতিমনা বাঙালি কখনো ভাস্কর্য ভাংচুর করতে পারে না, এটি চিহ্নিত ষড়যন্ত্রকারীদেরই অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য প্রদানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ায় শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় যারা বাঘা যতিনের ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকেও চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছে।

যারা ভাস্কর্য ইস্যু নিয়ে ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন এমন মন্তব্য করে তিনি বলেন, ভাস্কর্য কেন এটা আমাদের বুঝতে হবে। অনেক মুসলিম লিডারদের ভাস্কর্যও পৃথিবীর বিভিন্নদেশে রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন ইতিহাস চিনতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে এজন্য ভাস্কর্য স্থাপন করা হয়। আমি মনে করি, এটা নিয়ে শিগাগিরই ভুল বোঝাবুঝির অবসান হবে। ভাস্কর্য পুজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার বিষয়।

ভাস্কর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার উল্লেখ করে মন্ত্রী বলেন, কোথাও এমন ঘটনা ঘটলে কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না। যারা করছেন তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেবেন। এ দেশের সংস্কৃতিমনা বাঙালিরা ভাস্কর্য ভাংচুর করতে পারে না, এসব চিহ্নিত ষড়যন্ত্রকারীদেরর অপপ্রয়াস।

এর আগে মন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের যতো অর্জন দেখছি, তার মূল চাবিকাঠি আপনারাই। আপনারা সহায়তা না করলে এসব সম্ভব হতো না। আপনারা সংগঠনের ইউনিট ওয়ার্ডগুলোকে শক্তিশালী করবেন। তারা ঠিক না থাকলে দল ইমেজ সংকটে পড়বে। সারাদেশ ঢাকা মহানগর আওয়ামী লীগের দিকে তাকিয়ে থাকে। আশা করি ঢাকার নেতৃত্বে কখনো ভাটা পড়বে না।

সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
পিএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।