ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
রাজধানীতে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর শ্যামলী রিং রোড এলাকায় কাঁচামালের একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে।

 

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ-আল-মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক দু’জন হলেন- সারোয়ার আলী (৩৩) ও রুবেল সিকদার (৩০)।

এএসপি মো. আবদুল্লাহ-আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে রাজধানীর আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে
একটি পিকআপ ভ্যানে কাঁচামালের মধ্যে লুকিয়ে রাখা ফেনসিডিল ও গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পিকআপ ভ্যানটি থেকে জব্দ করা হয় ১ হাজার ১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা। মাদক বহনের পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।