ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাড়ে চার কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
বগুড়ায় সাড়ে চার কেজি গাঁজাসহ আটক ২

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চট্টগ্রাম থেকে নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে আটক ওই দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার খটেশ্বর পশ্মিপাড়া এলাকার জলিল শেখের ছেলে জাহিদুল ইসলাম শুটকা (৩০) ও কফিল সরদারের ছেলে শহিদুল ইসলাম (২৮)।

জানা গেছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম থেকে নওগাঁগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি করে একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো সাড়ে ৪ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম শুটকা ও শহিদুল ইসলাম নামে দু’জনকে আটক করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বাংলানিউজকে জানান, আটক ওই দু’জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।