ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ার ধুনটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
বগুড়ার ধুনটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ...

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৮ জানুযারি) দুপুরে উপজেলার চিথুলিয়া উত্তরপাড়া শহিদুল ইসলামের বাড়ি থেকে বড়বিলা মানাস নদী পর্যন্ত ৪ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।

 

এর আগে খাল পুনঃখনন উপলক্ষে চিথুলিয়া ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) ও জিবিডিএমআইডিপির প্রকল্প পরিচালক এসএম শহীদুল আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী স্বপ্নীল রায়, উপসহকারী প্রকৌশলী মাসউদুল করিম রানা, আসমাউল বিন হোসেন, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।