ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাজিবপুরে ইয়াবাসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
রাজিবপুরে ইয়াবাসহ ২ যুবক আটক আটক দুই যুবক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার স্লুইস গেট এলাকা থেকে ৬৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জেলার উলিপুর উপজেলার মাদারটারী গ্রামের নূর মোহাম্মদ (২৬) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুরের তারেক ইসলাম (১৮)।  

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বাংলানিউজকে জানান, স্লুইসগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৬৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।