ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

‘ভারতকো জানিয়ে’ পুরস্কার জিতলেন বাংলাদেশের নুরুল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
‘ভারতকো জানিয়ে’ পুরস্কার জিতলেন বাংলাদেশের নুরুল ‘ভারতকো জানিয়ে’ পুরস্কার জিতলেন বাংলাদেশের নুরুল

ঢাকা: প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে ‘ভারতকো জানিয়ে’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আমিন।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন জানায়, প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ভারতকো জানিয়ে’ কুইজের আয়োজন করে। সারা বিশ্বের হাজারও বিদেশি নাগরিক এ কুইজে অংশ নেন। বিদেশি নাগরিক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশের নুরুল আমিন। তাকে ভারতীয় হাইকমিশন অভিনন্দন জানিয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর প্রবাসী ভারতীয় দিবস পালন করে ভারত। এ বছর ৯ জানুয়ারি দিল্লিতে ভার্চ্যুয়ালি দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।