ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে খুন

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত একজনের স্বামী রনি মিয়াকে (৩০) আটক করা হয়েছে।

নিহতরা হলেন- ইয়াসমিন আক্তার (৩০) ও শিমু আক্তার (১৬)। শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাসার একটি শয়নকক্ষ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন জানান, দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। নিহত ইয়াসমিনের স্বামী রনিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

তিনি আরও জানান, আটক রনিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আলী হোসেন জানান, রনি তার স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে খুন করেছে। তবে কী কারণে তাদের কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১, আপডেট: ১৫৫৪ ঘণ্টা
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।