ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদককে প্রাণনাশের হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদককে প্রাণনাশের হুমকি মাইনুল হাসান সোহেল

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলকে প্রাণনাশের হুমকি দেওয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) ডিআরইউ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান শনিবার এক বিবৃতিতে বলেন, মাইনুল হাসান সোহেলকে যারা হুমকি দিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

ঘটনার বিবরণ দিয়ে মাইনুল হাসান সোহেল জানান, শুক্রবার রাত পৌনে ৮টায় ডিআরইউ থেকে রিকশাযোগে মগবাজার যাওয়ার পথে মৎস্য ভবনের কাছে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীতে হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোক তার পথরোধ করেন। তাকে রিকশা থেকে নামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিনি পার্শ্ববর্তী বেসরকারি টিভি চ্যানেল জিটিভি ভবনে প্রবেশ করেন।

এ বিষয়ে মাইনুল হাসান সোহেল শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।