ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে দিহানদের বাড়ির দারোয়ান দুলাল আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কলাবাগানে দিহানদের বাড়ির দারোয়ান দুলাল আটক 

কলাবাগানের বাসা থেকে দিহানদের বাড়ির দারোয়ান দুলালকে আটক করেছে পুলিশ।  ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।  

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ঘটনার বিষয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য কলাবাগান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন। সেদিন ওই বাসায় আর কারা কারা কোন কোন সময় এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় গিয়ে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন মারা যান। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে দিহান তার বন্ধুদের ডেকে তাদের সহযোগিতায় আনুশকাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ওই দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শুধুমাত্র দিহানকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা মো. আল-আমিন।  

পরে হাসপাতাল থেকেই দিহান ও তার তিন বন্ধুকে কলাবাগান থানা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বাকি তিনজনকে ছেড়ে দিয়ে দিহানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।  

আরও পড়ুন:

**‘ধর্ষণের ফলেই মৃত্যু আনুশকার’, স্বীকারোক্তি দিহানের

** আনুশকার মৃত্যু: প্রেমিক দিহানকে আসামি করে মামলা
** আনুশকার রহস্যজনক মৃত্যু: ধর্ষণের পর হত্যার অভিযোগ

**মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকার রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসজেএ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।