ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কাস্টমস আইনের খসড়ার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কাস্টমস আইনের খসড়ার অনুমোদন

ঢাকা: ‘কাস্টমস আইন, ২০২১ সালের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১১ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

 

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্ত থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০১২ সাল থেকে এটা নিয়ে টানা-হেঁচড়া হচ্ছে।  

এর আগে ‘কাস্টমস আইন, ২০২০’ নামে জাতীয় সংসদে উন্থাপন করা হয়েছিল। কিন্তু সংসদীয় স্থায়ী কমিটি কিছু পর্যবেক্ষণ দিয়েছে। যেহেতু ফেরত এসেছে তার পরিপ্রেক্ষিতে সংশোধন করে উস্থাপন করা হয়েছে।  

তিনি বলেন, কাস্টমস মূল্য, এসএসবেল ভেলু এবং ইলেকট্রনিক ডাটা, মুদ্রা ও দলিলপত্র সংযোজন করা হয়েছে। যা আগের আইনে ছিল না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিস্তারিত আলোচনা শেষে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ভেটিংয়ের আগে আইন মন্ত্রণালয়কে মন্ত্রিসভার সঙ্গে আলাপ আলোচনা করতে বলা হয়েছে।

১৫টি নতুন মিড ওয়াটার ট্রলার বৃদ্ধির অনুমোদন বাতিল 

বঙ্গোপসাগরে একান্ত অর্থনৈতিক এলাকায় ট্রলারের সংখ্যা বাড়ানোর বিষয়ে ১৫টি নতুন মিড ওয়াটার ট্রলার বাড়ানোর অনুমোদন বাতিল করে দিয়েছে মন্ত্রিসভা।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৩ সালের ২৯ জুলাই মন্ত্রিসভা বৈঠকে একটা সিদ্ধান্ত ছিল যে বঙ্গোপসাগরে একান্ত অর্থনৈতিক এলাকায় ট্রলারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু আহরণ, সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে ১৫টি নতুন মিড ওয়াটার ট্রলার বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো ট্রলারের লাইসেন্স পাওয়া যায়নি। পরবর্তীতে ২০১৪ সালের ২০ এপ্রিল তৎকালীন মৎস্য মন্ত্রী সিদ্ধান্ত দেন যে বটম ওয়াটার ট্রলারকে মিড ওয়াটার ট্রলার করার জন্য আদেশ দেওয়া হোক। মন্ত্রণালয়ের অনুরোধে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।