ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে মো. এরশাদ (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে চরফ্যাশন-দক্ষিন আইচা সড়কের কাসেমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত স্কুলশিক্ষক এরশাদ উপজেলার দক্ষিণ এওয়াজপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  

এতে আহত হয়েছেন তিনজন। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এরশাদসহ চারজন দুপুর সাড়ে ১২টার দিকে কাসেমগঞ্জ বাজার থেকে অটোরিকশায় করে  চরফ্যাশনের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ট্রলিসহ এর চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।