ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

ঢাকা: রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক এলাকায় সেলিনা (৪০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী রিকশাচালক রবিউলকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর কালশি সিরামিক রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই এলাকায় থাকতেন। মরদেহ পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত জানান চেষ্টা করা হচ্ছে।

নিহতের বড় ছেলে রেজার বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনা সময় রেজা বাসার বাইরে বাইসাইকেল মুছছিলেন। একপর্যায়ে তার বাবা বাসা থেকে বের হলে তিনি ভেতরে যান। এসময় তিনি তার মাকে ডেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি বুঝতে পারেন এ ঘটনা তার বাবাই ঘটিয়েছেন এবং তাকে দৌড়ে গিয়ে আটক করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।