ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ১ বাংলানিউজ ফাইল ছবি

বাগেরহাট: সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ আসলাম শেখ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।  

সোমবার (১১ জানুয়ারি) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারি অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে শিকারি আসলামকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি নৌকা, আট ককসিট বরফ, একটি দা, একটি কুড়াল ও সাড়ে চার হাজার ফুট হরিণের ফাঁদ জব্দ করা হয়। আটক ব্যক্তির নামে বন আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার (১২ জানুয়ারি) বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।