ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
রামুতে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন

কক্সবাজার: বর্ণিল আয়োজনে কক্সবাজারের রামুতে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) রামু স্টেডিয়ামে বেলুন ও পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদুল ইসলাম।

এ সময় মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করেন রামুর স্থানীয় শিল্পীরা।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎসব উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করেছে।

আয়োজকেরা জানান, ৭ দিনের বঙ্গবন্ধু উৎসবের মঞ্চে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, গান, নাট্যানুষ্ঠানসহ নানান সাংস্কৃতিক আয়োজন।

এছাড়াও উৎসবে বঙ্গবন্ধুর জীবনের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জী উপস্থাপন করা হবে।  

উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই মূলত এ উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন মঞ্চে থাকবে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান, গান, নাটকসহ নানা আয়োজন।

৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের স্মৃতিচারণ সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিুবুর রহমানসহ বিশিষ্টজনেরা কথামালা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসবি/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।