ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ঢাবি এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত ১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। আহত যুবক সেগুনবাগিচায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক কর্মকর্তা।

সোমবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া মোল্লাবাড়ি গ্রামের ডা. নুরুল ইসলামের ছেলে। সে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় বসবাস করে।

জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রেজাউল মিয়া জানান, ঢাবির সুফিয়া কামাল হলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। তার দুই পায়ের রানে ও পেটে ছুরির আঘাত রয়েছে। ছিনতাইকারীরা তার মোবাইল সেটটি ছিনিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আহত অবস্থায় তাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান পায়ের রানে দুটি, বাম পায়ের রানে একটি ও পেটে একটি ছুরির আঘাত রয়েছে। অফিস থেকে পায়ে হেটে বাসায় যাওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: জানুয়ারি ১২, ২০২১
এজেডএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।