ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাক আহম্মেদ নয়ন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে।

সোমবার (১১ জানুয়ারি) রাতে সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাতে ব্যক্তিগত কাজে নয়ন মোটরসাইকেলে করে উপজেলা সদর বাজারে যান। সেখান থেকে ফেরার পথে উপজেলার সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাক আহম্মেদ নয়ন নামের এক যুবক মোটরসাইকেল নিয়ন্ত্র্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।