ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০৫ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
বরিশালে ১০৫ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি (১০৫ মণ) জাটকাসহ একটি ইঞ্জিনচালিক ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার চরহোগলা এলাকায় এ অভিযান জাটকাসহ ট্রলার জব্দ করা হয়।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা জাটকাগুলো বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও মৎস্য কর্মকর্তা সঞ্জীবের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা এবং অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এছাড়া ট্রলারটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।