ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম ও মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
চট্টগ্রাম ও মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান

ঢাকা: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মোংলা বন্দর কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
 
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধবার (১৩ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আর নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
অপর আদেশে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনালে খোন্দকার ফরিদ হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডিজি নিয়োগ দেওয়া হয়। এডিজির দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবালকে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।