ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে ক্যাম্পের ই-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিবিরের একটি ঘরে আগুনের সুত্রপাত হলে মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। প্রত্যেক ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দু'টি স্থানীয় বাসিন্দার ঘর ও কমিউনিটি সেন্টার রয়েছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের দলনেতা মুকুল কুমার নাথ বাংলানিউজকে বলেন, কোথা থেকে আগুনের সুত্রপাত ঘটে তা জানা যায়নি। প্রতিটি শেডে আটটি করে পরিবার আছে। শিবিরের এ রকম ৪৮টি শেড এবং প্রায় ১৩০টি ঝুপড়ি ঘরসহ ৫১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসু দ্দৌজা নয়ন বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবারের পাশাপাশি লার্নিং সেন্টারগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অন্যত্র স্থানান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসবি/ কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।