ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন

বান্দরবান: নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে ‘উত্তরায়ন সংক্রান্তি’। পৌষ সংক্রান্তিকে উত্তরায়ন সংক্রান্তি বলা হয়।

পৌষ মাসের শেষে প্রতিবছরই সনাতন ধর্মাবলম্বীরা উত্তরায়ন সংক্রান্তি উদযাপন করে।

উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বান্দরবান গীতা আশ্রম কমিটির আয়োজনে সদরের নোয়াপাড়া গীতা আশ্রম প্রাঙ্গনে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী চলছে উষাকীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পার্থ সারথি পূজা, মঙ্গল আরতি পাঠ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজন। দেব প্রভাতের সূচনালগ্নে জগতের মঙ্গল কামনায় প্রতিবছর এ উত্তরায়ন অনুষ্ঠিত হয়।
 
দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মাবলম্বীরা নারী ও পুরুষেরা অংশ নিয়ে জগতের সুখ শান্তি কামনার পাশাপাশি করোনা মুক্তির লক্ষে বিশেষ প্রার্থনায় মিলিত হয়।

বান্দরবান গীতা আশ্রমের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন পরিষদ ২০২১-এর সভাপতি সুজিত দাশ বাংলানিউজকে বলেন, করোনার কারণে এবার বান্দরবানে স্বাস্থ্যবিধি মেনে উত্তরায়ন সংক্রান্তি উদযাপন করা হচ্ছে। প্রতিবছরের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান করা না গেলেও পূজার কার্যক্রম যথানিয়মে সম্পাদন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।