ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ পূর্ত ভবনের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
গোপালগঞ্জ পূর্ত ভবনের নবনির্মিত  প্রধান ফটক উদ্বোধন গোপালগঞ্জ পূর্ত ভবনের দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পূর্ত ভবনের নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের এ ফটকটির উদ্বোধন করেন।

 

প্রধান ফটকটির নকশা উদ্ভাবন করেছেন গণপূর্ত বিভাগ গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস।

গোপালগঞ্জ পূর্ত ভবনের দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন (পিঅ্যান্ডডি) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, উপ-বিভাগী প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকারসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলীরা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।