ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

পঞ্চগড়: পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকায় পিকআপভ্যান চাপায় উসমান আলী (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী ওই ইউনিয়নের সুরিভিটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য পঞ্চগড় শহরের দিকে আসছিলেন আলী। পথে শিংপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়ামুখী একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।