ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

স্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তাদের অর্থায়নে এ কর্মসূচি নেওয়া হয়।  

বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ সামচুল আলম (কচি), উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, সহকারী কমান্ডার মো. আনোয়ারুজ্জামান, নওশের আলী, মো. জাহাঙ্গীর আলম, ওয়াহিদুজ্জামান বাচ্চু, মাসেম জোমাদ্দার, হুমায়ুন কবির ও হেমায়েত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।