ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ‘লাটাহাম্বা’ উল্টে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
মেহেরপুরে ‘লাটাহাম্বা’ উল্টে ব্যবসায়ী নিহত

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কুলপালা নামক স্থানে বাঁশের শলাকা বোঝাই লাটাহাম্বা (তিন চাকার যানবাহন) উল্টে আজিবর রহমান (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

নিহত আজিবর রহমান সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের ব্যবসায়ী ওয়াজ বক্সের ছেলে।


 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে বাঁশের শলাকা বিক্রি করতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন আজিবর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।