ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাঠপর্যায়ে কর্মকর্তা থাকার পরেও সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
মাঠপর্যায়ে কর্মকর্তা থাকার পরেও সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না কথা বলছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ছবি: বাংলানিউজ

গাজীপুর: ‘মাঠপর্যায়ে উপ-সহকারী কর্মকর্তা থাকার পরেও সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। কৃষি বিভাগ এবং পরিসংখ্যান ব্যুরো জরিপের ফলাফল ভিন্ন হয়’।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মিলনায়তনে ছয় দিনব্যাপী ব্রির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০১৯-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।  

তিনি বলেন, কৃষিতে ৭০ শতাংশ ইনটেনসিভ দেওয়া হয় এত দেওয়ার পরেও এবার চালের দাম বেশি। চালের ভ্যারাইটি নির্ধারণের কর্মসূচি শুরু করতে হবে। মানুষের চাহিদা বেড়েছে, চাহিদা উন্নত হয়েছে। মানুষ এখন উন্নত মানের খাবার চায়। মানুষ এখন মোটা চালের পরিবর্তে চিকন চালের ভাত খেতে চায়।

মন্ত্রী বলেন, দেশের যেসব শাক-সবজি বিদেশে যায়। সেগুলো এ ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর সার্টিফিকেট দেওয়া হবে এবং বিদেশে পাঠানো হবে। ঢাকার শ্যামনগরে একটি এগ্রো প্রসেসিং ল্যাব আছে। কিন্তু সেটা যথেষ্ঠ নয়। সেটাও আমরা উন্নত করছি।  

বিজ্ঞানীদের প্রণোদনার ব্যাপারে মন্ত্রী বলেন, বিজ্ঞানীদের প্রমোশন হয় না, কারণ উপরে পদ নেই। সে বিষয়গুলো বিবেচনায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বিজ্ঞানীদের বয়স বাড়ারও দাবি উঠেছে। কিন্তু করোনা এসে আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে একান্তভাবে বসে কথা বলার সুযোগ হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সামনাসামনি কথা বলবো। আশা করছি সুনির্দিষ্ট একটা রেজাল্ট পাব।

আগামী বোরো ফলন আসার আগে একটি ওয়ার্ডে ধানের উৎপাদন কত তার প্রকৃত পরিসংখ্যান দিতে হবে। এজন্য তিনি ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক/বৈজ্ঞানিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।  

ব্রির মহাপরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি সচিব মো. মেসবাহহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মো. সায়েদুল ইসলাম, বাংলাশে কৃষিগবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নাজিরুল ইসলাম।  

অনুষ্ঠানে এমিরেটাস প্রফেসর এমএ সাত্তার মণ্ডল ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সাইখ সিরাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
আরএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।