ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
যশোরে ফেনসিডিলসহ  গ্রেফতার ২

যশোর:  যশোরের চৌগাছা ও বেনাপোলে পৃথক ২টি অভিযানে ৮৯ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় ২ থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

আটকরা হলেন-চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের জাহেদ আলীর ছেলে জিন্নাত আলী ও বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা-মাঝেরপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে বকুল হোসেন।  

ডিবি পুলিশের ওসি সোমেন দাশ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল গত বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের সাগরের আখ ক্ষেতের পাশ থেকে জিন্নাত আলীকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।  

এছাড়া বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে ডিবি পুলিশের আরেকটি দল বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ বকুল হোসেনকে আটক করে। এদের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে আদালত কারাগারে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ইউজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।