ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
খুলনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, নতুন একটি ডিসকভারি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই আরোহী। মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু ‘জন মারা যান। ধারণা করা হচ্ছে তারা দুই জন বাবা-ছেলে। তাদের সঙ্গে বোতলে রাখা খেজুরের রস ছিল।  ট্রাকের চাপায় মরদেহ দু’টির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।