ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মানিক সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
সাংবাদিক মানিক সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

খুলনা: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে স্মরণসভার আয়োজন করে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন।

সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুন্সী মাহবুব আলম সোহাগ, মুন্সী আবু তৈয়ব, হুমায়ূন কবীর, মল্লিক সুধাংশু, মানিক সাহার ভাই প্রদীহ সাহা, রকীব উদ্দীন পান্নু, সোহরাব হোসেন, বিমল সাহা, মাহবুবুর রহমান মুন্না, মাকসুদ আলী, আব্দুল মালেক, আসাদুজ্জামান রিয়াজ প্রমুখ।

এছাড়া বেলা ১১টায় ইউনিয়নের কার্যালয় চত্বরে ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মো. শাহ আলম, দেবব্রত রায়, সুনীল দাস, আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে বাপী, রকিবউদ্দীন পান্নু, আলমগীর হান্নান, মানিক সাহা ছোট ভাই প্রদীপ সাহা,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুস সাত্তার, উত্তম কুমার সরকার, দিলীপ বর্মন, রিতা রানী, হাসানুর রহমান তানজির, শেখ জাহিদ হোসেন, আমিরুল ইসলাম বাবু।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।  

স্মরণসভার আগে প্রেসক্লাবের শহীদ স্মৃতিস্তম্ভ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সদস্যরা।

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নৃশংসভাবে নিহত হন সাংবাদিক মানিক সাহা। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা ছিলেন তিনি। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত মানিক সাহা।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫ , ২০২১
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।