ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
হোসেনপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার লাউতুলি বাজার এলাকার গণমানপুরুরা আদর্শ বিদ্যা নিকেতন প্রাঙ্গণে আনুষ্ঠাকিনভাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্রগুলো বিতরণ করে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আনোয়ারুল কবির তাদের হাতে এগুলো তুলে দেন।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।  

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোখলেছ, সমাজসেবক দিদারুল ভূঁইয়া নাদিম, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর তালুকদার প্রমুখসহ অন্যরা।  
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।