ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় প্রশাসনসহ বেসরকারি বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে এসএসসি ২০০১ ব্যাচের ‘ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ’।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. কাজিউল ইসলাম, মোজাম্মেল হোসেন রানা, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম আপেল প্রমুখ।  

এছাড়া দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাটে প্রায় দুই শতাধিক চরাঞ্চলবাসীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট (সিডিএ)।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।