ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক ফাইল ছবি

ঢাকা: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেছেন তিনি।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে হতাহতের ঘটনায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো এল পি মারসুদির কাছে এক বার্তায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেন মোমেন।

শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে প্রায় ৩৪ জন নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেক।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।