ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবি সীমান্তে ফেনসিডিল ও ইলিশ মাছ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
পাঁচবিবি সীমান্তে ফেনসিডিল ও ইলিশ মাছ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে চোরাচাল বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ফেনসিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে বিজিবি’র জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কয়া ক্যাম্পের টহল দলের কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন বলেন, শুক্রবার ভোর বেলা ভুঁইডোবা সীমান্ত এলাকা দিয়ে উদ্ধারকৃত মাদকগুলো পাচারের সময় বিজিবি সদস্যরা দেখে ফেলে। এ সময় ৪৪০ বোতল ফেনসিডিল চোরাকারবারিরা ফেলে দিয়ে পালিয়ে যায়।

এছাড়াও অপর এক অভিযানে ভারতে পাচারের সময় কয়া মাঠের মধ্যে থেকে ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

কমান্ডার আরো বলেন, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটোর নির্দেশে ফেন্সিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হলেও ইলিশ মাছগুলো সীমান্তের পাড়ে অবস্থিত কয়েকটি এতিমখানায় কোরআন শরীফ অধ্যায়নরত এতিমদের মধ্যে বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।