ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার স্ম‍ার্ট ডিপ্লোম্যাসিতে টিকা এসেছে: পংকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
শেখ হাসিনার স্ম‍ার্ট ডিপ্লোম্যাসিতে টিকা এসেছে: পংকজ

ঢাকা: অনেক উন্নত দেশ যখন করোনা টিকা পাচ্ছে না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ডিপ্লোম্যাসি দিয়ে ভারত থেকে দেশে টিকা এনেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ দেবনাথ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।

পংকজ দেবনাথ বলেন, এক ঘণ্টা আগে দেশে করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছেছে। বিশ্বের অনেক উন্নত দেশ এখনও করোনার টিকা পায়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ডিপ্লোম্যাসির কারণে বাাংলাদেশের মাটিতে ভারত থেকে টিকা এসেছে। তিনি প্রজ্ঞা দিয়ে, বিচক্ষণতা দিয়ে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এটা সম্ভব করতে সক্ষম হয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রীকেও। শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধীতা প্রসঙ্গে পংকজ দেবনাথ বলেন, ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বিরোধীতা শুরু করেছে। এখানে ভাস্কর্য ও মুর্তির মধ্যে পার্থক্য নিয়ে বিতর্ক বিষয় নয়। ভাস্কর্য, মুর্তি, জারি, সারি গান বাংলার ঐতিহ্য। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের বাংলাদেশে আমরা থাকতে দিতে পারি না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতার সাহস দেখায় তাদের হাত আমরা গুড়িয়ে দেবো।

তিনি বলেন, দীর্ঘ ২৬ বছরে জিয়া, এরশাদ, খালেদা জিয়া, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠী দেশকে পিছিয়ে দিয়েছিলো। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন তারা মুছে ফেলতে চেয়েছিলো। সেখান থেকে দেশকে উদ্ধার করে শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।