ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নামে পদ্মাসেতুর নামকরণের দাবি সংসদে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
শেখ হাসিনার নামে পদ্মাসেতুর নামকরণের দাবি সংসদে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফের নির্মাণাধীন পদ্মাসেতুর নামকরণের দাবি উঠেছে সংসদে। আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ দেবনাথ ও ইকবাল হোসেন এ দাবি তোলেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।  

এর আগেও পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করার জন্য সংসদ এবং সংসদের বাইরে দাবি ওঠে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মানদীর উপর নির্মাণাধীন এই সেতুর নাম পদ্মাসেতু রাখায় মত দেন।

পংকজ দেবনাথ বলেন, পদ্মাসেতু এখন বাস্তবে রূপ নিয়েছে। বিশ্ব ব্যাংক যখন টাকা দিতে অস্বীকার করলো তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়ে বললেন, নিজস্ব অর্থে পদ্মাসেতু হবে। পদ্মাসেতু এখন বাস্তবতা। শেখ হাসিনার নামে এই সেতুর নামকরণ করতে হবে। তিনি হয়তো বলবেন না, এটা তার বিনয়। কিন্তু তার নামেই পদ্মাসেতুর নাম দিতে হবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল হোসেন বলেন, গতবছর পদ্মাসেতুর শেষ স্প্যান বসেছে। এটা সরকারের বড় সাফল্য। এই পদ্মাসেতু শুধু অর্থনৈতিক উন্নয়নের সহায়ক নয়, এই পদ্মাসেতু নির্মাণ আমাদের সক্ষমতা প্রমাণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সফল করেছেন। তিনি হয়তো তার নামে এই সেতুর নামকরণ চাইবেন না। এটা তার মহানুভবতা। কিন্তু পদ্মাসেতু শেখ হাসিনার নামে নামকরণ করতে হবে।

***শেখ হাসিনার স্ম‍ার্ট ডিপ্লোম্যাসিতে টিকা এসেছে: পংকজ
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।