ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোর কেন্দ্রীয় কারাগারে ৭ ঘর আগুনে ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
যশোর কেন্দ্রীয় কারাগারে ৭ ঘর আগুনে ভস্মীভূত

যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষীদের ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যারাকের ৭টি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে।

তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে মানুষের কোন ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে ব্যারাকে আগুনে লেগেছে। সেটিও নেভানো হয়েছে। সবাই নিরাপদেই আছেন।

জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত কারারক্ষীদের ব্যারাক। সেখানকার টিনশেডের ৭টি ঘরে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানিয়েছেন, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
ইউজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।