ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কোভিড-১৯ টিকা নিলেন পরিবেশমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
কোভিড-১৯ টিকা নিলেন পরিবেশমন্ত্রী

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের সঙ্গে কোভিড-১৯ টিকা নিয়েছেন।  

রোববার (৭ ফেব্রুয়ারি) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকার টিকাদান কেন্দ্রে তিনি এ টিকা নেন।

 

এসময় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ রাখতে জনগণকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

২০২০ সালের ১২ আগস্ট পরিবেশমন্ত্রীর করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় ভর্তি হন। ২০ আগস্ট  দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।