ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টিকা নিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
টিকা নিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা: রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় তিনিসহ অনেকেই করোনা ভাইরাসের টিকা নেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিকা নেওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না।

এ টিকা অত্যন্ত নিরাপদ। তাই, টিকা গ্রহণ বিষয়ে কোনো ধরনের আতঙ্ক বা ভয়ের কিছু নেই। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।