ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অ্যালকোহল পানে ফার্নিচার মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
খুলনায় অ্যালকোহল পানে ফার্নিচার মিস্ত্রির মৃত্যু

খুলনা: খুলনায় বিষাক্ত অ্যালকোহল পানে মো. সবুজ (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যার কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।

সবুজ মহাগরীর বকশিপাড়া বিহারী গলি এলাকার মো. মোতাহের হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সবুজ গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অ্যালকোহল পান করেছিলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে শনিবার (৬ ফেব্রুয়ারি) কিওরহোম হাসপাতাল ভর্তি হন। একটু সুস্থ হলে সেখান থেকে বাসায় চলে যান। এরপর আবার বেশি অসুস্থ হয়ে পড়লে রোববার ভোর ৫টার দিকে তার আত্বীয়-স্বজন তাকে খুমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বাংলানিউজকে বলেন, সবুজ পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন। কি কারণে মারা গেছেন উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহটি খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।