ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে রোহান হত্যার ঘটনায় আটক ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
সাভারে রোহান হত্যার ঘটনায় আটক ১

সাভার (ঢাকা): সাভারের ব্যাংক কলোনি এলাকায় রোহানুর ইসলাম রোহান (১৮) হত্যার ঘটনায় হৃদয় (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ।

 

এর আগে, শনিবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাভারের আউকপাড়া থেকে তাকে আটক করা হয়।  

আটক হৃদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকের টেক এলাকার ঝন্টু মিয়ার ছেলে। নিহত রোহান সাভারের কর্ণপাড়ার ব্যবসায়ী আব্দুস সোবাহানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার মুড়ি মটকা নামে একটি রেস্টুরেন্টের সামনে রোহানকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে হৃদয়, নাসির ও শুভসহ ১০-১২ জন কিশোর। এ অবস্থায় রোহানকে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করে। এ হত্যার ঘটনায় রাতেই হৃদয়কে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করার চেষ্টা চলছে।  

ওসি এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত ঘটনার জেরে বন্ধুদের হাতে রোহান খুন হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।