ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চলনবিলবাসীকে আমরা সুশাসন ও উন্নয়ন উপহার দিয়েছি: পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
চলনবিলবাসীকে আমরা সুশাসন ও উন্নয়ন উপহার দিয়েছি: পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের আমলে আমরা চলনবিলবাসীকে সুশাসন এবং উন্নয়ন উপহার দিয়েছি। স্বাধীনতার পর ৩৭ বছরে সিংড়া উপজেলায় যে উন্নয়ন হয়েছে, আমরা ১২ বছরেই তার চেয়ে তিনগুণ বেশি উন্নয়ন উপহার দিয়েছি।

জনগণের সেবায় আছি, আমৃত্যু জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ।  

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানুষের ঘুম ছিল না। হাটে, বাজারে অস্ত্রের ঝনঝনানিতে মানুষ আতঙ্কে ছিল। দিনে-দুপুরে মানুষকে হত্যা করা হতো। আগে চলনবিল ছিল অবহেলিত জনপদ। মানুষ মাইলের পর মাইল হেঁটে সিংড়া যেতো। ‘মাচানে’ করে অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হতো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন সেই দুর্বিষহ অবস্থা আর নেই। রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট হয়েছে, ভবন হয়েছে। মানুষ নিরাপদে চলাচল করতে পারছে। ১৬ কিলোমিটার রাস্তা চলনবিলবাসীর জীবনযাত্রার মান উন্নত করে দিয়েছে। রাস্তাটি শেখ হাসিনার দেওয়া উপহার।   

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়ার বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তাড়াই, বড়গ্রাম, ডাহিয়া বাজার ও বাঁশবাড়িয়া বিয়াশ এলাকার দুস্থ শীতার্ত জনগণের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল মামুনের পরিচালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, নন্দ্রীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরফরাজ নেওয়াজ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হাবিব দুলালসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।