ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জবির গেট বন্ধ রেখেই চলছে সিটি কর্পোরেশনের কাজ

বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
জবির গেট বন্ধ রেখেই চলছে সিটি কর্পোরেশনের কাজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭ একরের ক্যাম্পাসে ৪টি ফটক থাকলেও খোলা থাকা দুইটি প্রধান ফটকের দ্বিতীয়টি সিটি কর্পোরেশনের  কাজের জন্য বন্ধ রয়েছে। এতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসে প্রবেশের জন্য রয়েছে ৪ টি ফটক। প্রধান ফটকের পাশেই রয়েছে ২য় ফটক। ২য় ফটকের সামনে রাখা হয়েছে সিটি কর্পোরেশনের ড্রেনের জন্য রড-সিমেন্ট, ইট-খোয়া সহ নানা সরঞ্জাম। এছাড়াও সেখানে স্থাপন করা হয়েছে শ্রমিকদের থাকার জন্য ঘর। সেই গেট বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের ব্যবহৃত কাপড় শুকানো হচ্ছে গেটের সামনে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, সৌন্ধর্য হারাচ্ছে ক্যাম্পাস।

এ ব্যাপারে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ফারুকী বলেন, আমাদের গেট এভাবে বন্ধ রাখা হয়েছে এটা ভাল দেখায় না। একটা বিশ্ববিদ্যালয়ের গেটে এইভাবে কনস্ট্রাকশনের জিনিস রেখে বন্ধ করে রাখা ঠিক নয়। দ্রুত এসব জিনিস সরিয়ে নিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য ঠিক রাখা দরকার।

নাম না প্রকাশের শর্তে একজন শ্রমিক বলেন, আমাদের কাজ বন্ধ ছিল টাকা দেয়নি নিয়মিত, আমাদের তাই কাজে লেট হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার জহির বলেন, আমরা বিশ্ববিদ্যালয়কে বলে জায়গা নিয়েছি। করোনার কারণে কাজ বন্ধ ছিল তাই সময় বেশি লাগছে। আমরা দ্রুত করার চেষ্টা করছি আর ২-১ মাস সময় লাগবে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের কাছে ওরা কয়েকদিনের কথা বলে নিয়েছিল। কিন্ত এখন যে অবস্থা করেছে তা কাম্য নয়। আমরা কথা বলব দ্রুত কাজ করার জন্য।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।