ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা ইউলুপে যানজট কমলেও বেড়েছে ঝুঁকি 

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
উত্তরা ইউলুপে যানজট কমলেও বেড়েছে ঝুঁকি  উত্তরা ইউলুপে যানজট কমলেও বেড়েছে ঝুঁকি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থেকে উত্তরার আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটে কেটে যেতো ঘণ্টার পর ঘণ্টা সময়। সড়কটির আপ-ডাউন দুই লেনেই (পাশে) একই অবস্থা দেখা যেতো।

ইউলুপের মতো বেশ কিছু পদক্ষেপে যানজট কমলেও বেড়েছে ঝুঁকি।

বিমানবন্দর-উত্তরা সড়কের আজমপুর এলাকায় একটি, জসীম উদ্দীন মোড় থেকে একটু সামনে এপিবিএনের মাঠ বরাবর একটি এবং বিমানবন্দর পেরিয়ে কাওলায় একটি, মোট তিনটি ইউলুপ রয়েছে। এই ইউলুপগুলো হওয়ার কারণে সড়কে কমেছে যানজট। বিস্তৃত জায়গা নিয়ে করায় সাতরাস্তা কিংবা বনানীর মতো সমস্যা এখানে নেই।

তবে সড়কের অধিকাংশ যানবাহনের চালক এই ইউলুপগুলোর সঠিক ব্যবহার করলেও কিছুসংখ্যক চালক ইউলুপে উল্টোপথে ঢুকে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। এছাড়াও ইউলুপের টার্নিংয়ে থাকা অতিরিক্ত স্থানে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে রাখছেন অনেকে। নিয়ম ভেঙে অবৈধ সুবিধা নিতে দেখা গেছে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও কিছু সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনকে। এতে সড়কে যানজট কমেলেও দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা এলাকায় থাকা ইউলুপগুলো ঘুরে সরেজমিনে এ অবস্থা দেখা যায়।

উত্তরা আজমপুর ইউলুপ
উত্তরা পূর্ব থানার ঠিক সামনে রয়েছে একটি ইউলুপ। দুই লেনের সড়কের মাঝখানে নির্মাণ করা হয়েছে এই ইউলুপটি। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দরগামী ও বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী দু’দিক থেকে আসা যানবাহনগুলো এই ইউলুপটি ব্যবহার করতে পারছে। পাশের সড়কটি কিছুটা সরু মুখ বের হয়েছে। এদিকে এই ইউলুপের উল্টো দিক দিয়ে কিছু প্রাইভেটকার ও মোটরসাইকেল অবৈধভাবে চলাচল করতে দেখা যায়। এছাড়াও একটি পুলিশের টহল গাড়িও উল্টোপথে চলাচল করতে দেখা গেছে।

দেখা যায়, পুলিশের টহল গাড়িটি বিমানবন্দর থেকে আব্দুল্লাপুরগামী সড়ক দিয়ে এসে ইউলুপের উল্টো পাশে ঢুকে ধীরে ধীরে সড়কটি পার হয়ে যায়। এসময় সড়কে আসা যানবাহনগুলোর স্বাভাবিক গতি রোধ হয়। পরে পুলিশের ওই গাড়িটিকে উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে অবস্থান করতে দেখা যায়। এর পাশেই আরও একটি মোটরসাইকেল একইভাবে উল্টোপথ ধরে যাচ্ছিল। ইউলুপের অপর পাশের এমনই উল্টোভাবে কয়েকটি প্রাইভেটকার যেতে দেখা গেছে।

উত্তরা জসীম উদ্দীন ইউলুপ
উত্তরা জসীম উদ্দীন ইউলুপটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দফতরের মাঠের সামনে অবস্থিত। এই ইউলুপ দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে নিয়মের মধ্যে চলতে দেখা গেছে। তবে সড়কের চলাচলরত কিছু সংখ্যক প্রাইভেটকার এই নিয়মের ব্যত্যয় ঘটাতে দেখা গেছে। ইউলুপের টার্নিংয়ের বর্ধিত অংশে অনেক সময় প্রাইভেটকার দাঁড়িয়ে থাকছে। এতে ইউলুপ দিয়ে পাস করা যানবাহনগুলোর স্বাভাবিক গতি থাকছে না।

উত্তরা জসীম উদ্দীন মোড় ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বরত সার্জেন্ট অফিসার মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ইউলুপ হওয়ার কারণে সড়কের যানজট কমেছে ঠিকই কিন্তু কিছু চালক এখনও অবৈধভাবে সড়কে উল্টোপথে চলাচল করছে। আমরা তাদের মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসছি প্রতিনিয়ত, কিন্তু চালকদের মধ্যে সচেতনতা জাগ্রত হচ্ছে না। আজমপুর ইউলুপে বেশি উল্টোপথে চলাচল করতে দেখা যায়। সুযোগ পেলেই প্রাইভেটকার ও মোটরসাইকেল উল্টোভাবে ঢুকে পড়ে।

ইউলুপের কারণে ট্রাফিক পুলিশের কিছুটা কষ্ট কমেছে উল্লেখ করে এই ট্রাফিক সার্জেন্ট বলেন, আগে জসীম উদ্দীন মোড় ও আজমপুরে ট্রাফিক পুলিশের সদস্যরা দাঁড়িয়ে থেকে যানবাহনের চলাচলে ম্যানুয়ালি সিগন্যাল দিতেন। এখন সেটি করতে হয় না। এই দু’টি ইউলুপ চালু হওয়ার কারণে আমাদের এই কষ্টটুটু কমেছে। কিন্তু সড়কে চালকরা যদি নিজেরা সচেতন না হন তবে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

চালকরা যা বলছেন
প্রাইভেটকার চালক সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ইউলুপ চালু হওয়ার কারেণ এখন বনানী থেকে বিমানবন্দর হয়ে হাউজ বিল্ডিং পর্যন্ত খুব কম সময়ে আসা যায়। তবে হাউজ বিল্ডিংয়ে গিয়ে যানজটে পড়তে হয়। সেখানে এখন অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তবে সেখানে ইউলুপ চালু হলে হয়তো এই সমস্যা থাকবে না।

আজমপুরে যাত্রীর অপেক্ষায় থাকা বালাকা বাসের চালক রাসেল মোল্লা বাংলানিউজকে বলেন, যখন ইউলুপ ছিল না তখন অনেক যানজট হতো। কারণ সড়কে কয়েকটি সিগন্যাল পড়তো। জসীম উদ্দীনের সিগন্যালে যেতো ১৫-২০ মিনিট আর বিমানবন্দর সিগন্যালে আধা ঘণ্টা। এখন ইউলুপ চালু হওয়ায় এই সময় লাগে না। রাস্তা ফাঁকা থাকে। তবে রাস্তাগুলো আরও একটু বড় হলে ভালো হতো। কারণ গাড়ির সংখ্যা বাড়ছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক (উত্তরা) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাইফুল হক বাংলানিউজকে বলেন, উত্তরা ট্রাফিক বিভাগের অধীনে তিনটি ইউলুপ রয়েছে। একটি কাওলাতে একটি জসীম উদ্দীনে এবং আরেকটি আজমপুরে। এই তিনটি ইউলুপ চালু হওয়ার কারণে সড়কে যানবাহনের গতি বেড়েছে। রাজধানীর অন্য ইউলুপের তুলনায় উত্তরার তিনটি ইউলুপই প্রশস্ত ও ভালো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।