ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে শেখ নুরুল হক (৩৫) নামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি পিরোজপুর হুলারহাট উপজেলায়। তিনি যাত্রাবাড়ী স্টাফ কোয়ার্টারে থাকতেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বাসের কনডাক্টর নূরনবী জানান, সকালে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে ৮ নম্বর দুটি বাসের মাঝখান দিয়ে পার হওয়ার সময় চাপা পড়েন ওই ব্যক্তি। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহতের সহকর্মী তাসলিমা আক্তার সীমা জানান, নুরুল হক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাঠমিস্ত্রি হিসেবে চাকরি করেন। সকালে যাত্রাবাড়ীর বাসা থেকে তিনি মতিঝিলের অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ৮ নম্বর বাসের কনডাক্টর নুরনবীকে আটক করা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।