ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাবনা: পাবনা-পাকশি-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের সদর উপজেলার দাপুনিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (৩৫) দাপুনিয়া ইউনিয়নের টিকুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহত বিপুল (৩৪) একই ইউনিয়নের খোদাইয়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরির্দশক সোলাইমান জানান,  সকালে দাপুনিয়া থেকে কামরুল ও বিপুল মোটরসাইকেলে ঈশ্বরদীর ইপিজেডে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তারা পাবনা-পাকশি-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দাপুনিয়া বাজারে পৌঁছালে ঈশ্বরদী থেকে পাবনা শহরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।