ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধা (৬০) পথচারী নিহত হয়েছেন। কালো রঙের বোরকা পরা ওই বৃদ্ধার নাম-ঠিকানা জানা যায়নি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্টান্ড এলাকায় হানিফ কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে শহরের দক্ষিণ বাসস্টান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।  

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।